হাজীগঞ্জ

‘সরকারি নীতিমালার বাহিরে কোন কাজ করার সুযোগ নেই’

চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বলেছেন, ইচ্ছা করলে আমরা যা খুশি তা করতে পারিনা, সরকারের নীতিমালার বাহিরে আইনগত কোন কাজ করার সুযোগ নেই। যে কারনে রাজনৈতিকদল কিংবা কোন সংঘঠনের নেতৃবৃন্দ তাদের তদবির কৃত কাজে পুলিশ প্রশাসনকে খারাপ জানতে পারে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকালে হাজীগঞ্জ থানার মাসিক ওপেন হাউজ ডে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, আমরা চাই জঙ্গিবাদ, মাদক, ইভটিজিংসহ সমাজের খারাপ কাজগুলোর সাথে যারাই জড়িত তাদেরকে মোকাবেলা করা। এর জন্য জনতা পুলিশিং এর ভূমিকায় কাজ করতে হবে। কমিউনিটি পুলিশিং এর সদস্য না হলেও আপনি পুলিশের ভূমিকায় সমাজের খারাপ কাজে প্রতিবাদ করার ভূমিকা রাখার আহবান জানান তিনি।
অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলামের সভাপতিত্বে ও উপ-পরিদর্ষক সাহীদ হোসাইনের সঞ্চলনায় উপস্থিত ছিলেন, এ এসপি (হাজীগঞ্জ সার্কেল) মঞ্জিল হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আলী আশ্রাফ দুলাল, সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী, পৌর কমিউনিটি পুলিশিং আহসান হাবীব অরুন, হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, (ওসি) তদন্ত হূমায়ন কবির, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, হাটিলা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন লিটু, পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা দুলাল, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অব বাংলাদেশ ফাউন্ডেশনের চাঁদপুর জেলা চেয়ারম্যান আলহাজ মো. মজিবুর রহমান রনি, জেলা সিএনজি মালিক সমিতির সহ-সভাপতি লিটন মোল্লাসহ উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকার গন্যমান্যগন উপস্থিত ছিলেন।

করেসপন্ডেন্ট
।। আপডটে,বাংলাদশে সময় ১০ : ১১ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ রোববার
এইউ

Share