ফরিদগঞ্জের বালিথুবা পূর্ব ইউনিয়নের দেইচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর সকালে দেইচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নতুন ভবনের উদ্ভোধনী অনুষ্ঠানের পূর্বে আলোচনা সভায় ২ বালিথুবা পূর্ব ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেন সুমনের সভাপতিত্বে, উপজেলা আ’লীগ নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী জিএম হাছান তাবাচ্ছুম এর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা প্রকৌশলী আবরার আহাম্মদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইলিয়াছ আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তার, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ ভূঁইয়া, আ’লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খোকন তালুকদার, ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মিজি, ইউপি সদস্য বাহাউদ্দীন বাবলু, উপজেলা যুবলীগের সদস্য জাকির হোসেন, ইউনিয়ন যুবলীগ নেতা কবির হোসেন তালুকদার, মো. রাসেল প্রমূখ।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৮ সেপ্টেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur