ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান শাখার মেধাবী শিক্ষার্থী শানজানা চৌধুরী তানহাকে বৃত্তির চেক হস্তান্তর করা হয়।
২২ সেপ্টেম্বর বুধবার বেলা সাড়ে ১০টার দিকে চেক হস্তান্তর করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।
এ সময় শিক্ষার্থীর পিতা বিশিষ্ট সাংবাদিক এ টি এম শরীফ হোসেন চৌধুরী, চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন বাহার, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
অনলাইন ক্লাশের উপস্থিতি এবং অনলাইন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাকে এই বিশেষ প্রণোদনা চেক প্রদান করা হয়।
প্রফেসর অসিত বরণ দাশ বলেন, ‘আমাদের ছাত্রী শানজানা চৌধুরী তানহা সবচেয়ে বেশি সংখ্যক অনলাইন ক্লাশ করেছে এবং অনলাইন পরীক্ষাগুলোতে ভালো ফলাফল করায় তাকে বিশেষ পুরস্কার দেয়া হল, এতে অন্য শিক্ষার্থীরাও উৎসাহিত হবে।’’
শিক্ষার্থী শানজানা চৌধুরী তানহা তাকে পুরস্কৃত করায় কলেজ অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং সকল শিক্ষককে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।
স্টাফ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur