Home / শিক্ষাঙ্গন / ঢাবি সরকারি সাত কলেজের বিষয় বরাদ্দ প্রকাশ
7 colleges--

ঢাবি সরকারি সাত কলেজের বিষয় বরাদ্দ প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিতে পঞ্চম ধাপ ও চূড়ান্ত বিষয় বরাদ্দ প্রকাশ করা হয়েছে । বৃহস্পতিবার ৩ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প কলেজের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প সরকারি সাত কলেজ, প্রকৌশল ও প্রযুক্তি কলেজ এবং গার্হস্থ্যবিজ্ঞান কলেজগুলোর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির পঞ্চম ধাপ ও চূড়ান্ত বিষয় বরাদ্দ ৩ অক্টোবর প্রকাশ করা হয়েছে। নতুন শিক্ষার্থী যাঁরা প্রথমবারের মতো একটি কলেজে বিষয় এবার বরাদ্দ পেয়েছেন,তাঁদের ৯ অক্টোবরের মধ্যে ভর্তির আগাম টাকা গার্হস্থ্যবিজ্ঞান ইউনিটের জন্য ৫০ টাকা এবং অন্যান্য ইউনিটের জন্য ৩ হাজার টাকা পরিশোধ করতে হবে।

সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যা ৯ হাজার ৯শ ৮১ টি। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১০ মে,ব্যবসায় শিক্ষা ইউনিটে ১১ মে এবং বিজ্ঞান ইউনিটে ১৭ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অক্টোবর ৪, ২০২৪
এজি