সরকারি কর্মকমিশনের সদস্য নিযুক্ত হলেন ফরিদঞ্জের মাকছুদুর রহমান পাটওয়ারী

মহামান্য রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন সাবেক সিনিয়র সচিব চাঁদপুরের কৃতি সন্তান মাকছুদুর রহমান পাটওয়ারী। বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদ অনুযায়ী তিনি ৫ বছরের জন্য নিযুক্ত হলেন।

১১ মে বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাকছুদুর রহমান পাটওয়ারী নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

উপসচিব মোহাঃ রফিকুল ইসলাম সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব জনাব মাকছুদুর রহমান পাটওয়ারীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্মকমিশন(বিপিএসসি)-এর সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন।’

নিজের নিয়োগের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এক স্ট্যাটাস দেন। তিনি লিখেছেন, “কৃতজ্ঞতা স্বীকারের ভাষা নাই। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অনুগ্রহ অহোরাত্র সেজদায় পড়ে থাকলেও বিন্দুমাত্র শোধ করার কোনই সাধ্য নাই। বিনম্র শ্রদ্ধা স্বাধীনতার মহান স্হপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। সকল শ্রদ্ধা, শ্রদ্ধা এবং শ্রদ্ধা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। অতি সাধারণ মাপের একজনকে অনুগ্রহ করে এতো বড় গুরুদায়িত্ব পালন সুযোগ দিয়েছেন।”

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে তিনি সকলের নিকট দোয়া চেয়ে তিনি লেখেছেন, ‘আমার বয়োবৃদ্ধ মা, প্রিয় সহধর্মিণী, সন্তানগণ, আত্মীয়-স্বজন, পরিচিত- অপরিচিত, সবার দোয়ায় এখানে এসেছি। ন্যায়, নীতি, সততা, স্বচ্ছতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য সকলের কাছে দোয়া চাই।’

মাকছুদুর রহমান পাটওয়ারী প্রশাসন ক্যাডারের সপ্তম ব্যাচের (১৯৮৫) একজন কর্মকর্তা। তিনি ১৯৮৮ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরিতে যোগদান করে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি বিভিন্ন পদে দায়িত্ব পালন শেষে ২০২০ সালের ৩১ শে ডিসেম্বর অবসর গ্রহণ করেন।

চাকরি জীবনে তিনি সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জের বাজিতপুরের উপজেলা নির্বাহী অফিসার, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক, সংস্থাপন মন্ত্রণালয়ে উপসচিব, টাংগাইলের জেলা প্রশাসক, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক, ভূমি মন্ত্রণালয়ের সচিব এবং সর্বশেষ পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হন।

যাবতীয় দায়িত্ব অত্যন্ত সুনামের সাথে সম্পন্ন করে তিনি ২০২০ সালের ৩১ শে ডিসেম্বর অবসর গ্রহণ করেন।

দায়িত্ব পালনকালে তিনি বিভাগে কৃতীত্বের সাক্ষর রাখেন। বিশেষ করে ভূমি মন্ত্রণালয়ে থাকাকালে দেশের ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণ, ভূমিসেবা সহজীকরণ, ই-নামজারী, ভূমিখাতে দুর্নীতি প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন।এছাড়াও চাঁদপুর জেলায় করোনা ইউনিট স্থাপনে তিনি বিশেষ ভূমিকা রাখেন।

সাবেক এই সচিব ১ জানুয়ারি ১৯৬২ সালে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সকদি রামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা বদিউজ্জামান পাটওয়ারী ও মাতা আশরাফুন নেছা।

শিক্ষাগত জীবনে তিনি ইমাম আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন করেন।

প্রতিবেদক: মুজাহিদুল ইসলাম, ১২ মে ২০২৩

Share