ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার সমর্থনে ব্যাপক গণসংযোগ ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী এই গণসংযোগে নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ ভোটারদের সাথে কথা বলেন এবং তাদের স্থানীয় নাগরিক সমস্যার কথা শুনেন দাঁড়িপাল্লার প্রার্থী শাহজাহান মিয়া।
তিনি এইদিন সকাল ৮টা থেকে আশিকাটি ইউনিয়সের সেনগাঁও, হোসেনপুর, পাইকরাস্তা, কুমারডুগি, ঘোষেরহাট এলাকায় গণসংযোগ করেন। সন্ধ্যায় রালদিয়া ছৈয়াল বাজারে মাগরিব নামাজ আদায়ের পর মুসুল্লিদের দোয়া প্রত্যাশা করেন এবং বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে কথা বলেন।
এছাড়াও তিনি হোসেনপুর মাল বাড়ি এবং পাইকরাস্তা গাজীবাড়িতে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।
দিনব্যাপী এসব নির্বাচনী কর্মসূচিতে উপস্থিত ভোটার ও নারীদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন, আজকের গণসংযোগে আমি সব ধর্মের লোকদের কথা শুনেছি। তাদের কথায় বুঝতে পারলাম গত ৫৪ বছরে তারা বাংলাদেশে ইনসাফ পাননি। এছাড়াও এখন পর্যন্ত সরকারি সেবা নিতে এখনো টাকা দিতে হয়। এ ধরণের সমস্যাগুলো চলমান। এগুলো থেকে যদি আপনারা অবসান চান, তাহলে আমি লিখে নিলাম। আপনারা যদি ন্যয় ও ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লায় ভোট দেন, তাহলে আর এ ধরণের সমস্যা থাকবে না।
চাঁদপুর সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি জুবায়ের হোসেন খান, আশিকাটি ইউনিয়নে জামায়াত মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অহিদুর রহমান খান উৎপল, ইউনিয়ন জামায়াতের সভাপতি নাছির উদ্দিন, সেক্রেটারি শাহজাহান, জামায়াত নেতা আলমগীর বন্দুকসীসহ নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আজকের মহিলা সমাবেশে মায়েদের সাথে কথা বলে জানতে পারলাম এই ইউনিয়নসহ প্রায় প্রত্যেক ইউনিয়নে সমস্যা হলো যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করা। পাশপাশি মা-বোনদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। রাতের বেলায় মায়েদের চিকিৎসা নিতে গিয়ে বড় ধরনের সমস্যায় পড়তে হয়। এ্যাম্বুলেন্স পাওয়া যায় না। ইনশাআল্লাহ আমি কথা দিলাম, আপনারা আমাকে দায়িত্ব দিলে প্রত্যেক ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। একই সাথে গ্রামের লোকজনের নাগরিক সেবা নিশ্চিত এবং যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করা হবে।
এই নেতা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র চায়। যে কারণে এই সংগঠন সারাদেশে অসংখ্য সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছে। ইসলামী ব্যাংক, হাসপাতাল, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান জামায়াতে ইসলামীর হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু যারা এখন ভোট চাইতে এসেছে, তারা নানা কথা বললেও এই ধরণের কোন সেবামূলক প্রতিষ্ঠান করতে পারেনি। আজকে আপনারা অসুস্থ্য হলে চাঁদপুর কিংবা ঢাকায় জামায়াতে ইসামলীর স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে। আমরা আপনাদের কথা দিলাম, জনগণের কল্যাণেল জন্য সব ধরণের ব্যবস্থা করে রেখেছি। দেশ পরিচালনার দায়িত্ব পেলে সব ধরণের সেবার মান আরো বৃদ্ধি করা হবে ইনশাআল্লাহ।
স্টাফ রিপোর্টার/
১০ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur