সরকারি সম্পদ সকলের, হেফাজতে রাখার দায়িত্ব আমাদের: ড. জালালউদ্দিন

ছাত্র- জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে দেশ স্বাধীন। ছাত্র- জনতা আন্দোলন করে নৈরাজ্যেরন অবসান ঘটিয়ে দেশ শান্তির দিকে আসছে। এখন হানাহানি ও সহিংসতা নয়, ধৈর্য্য ধারন করুন। মানুষের জানমাল রক্ষায় সকলের এগিয়ে আসুন।

তিনি বলেন এ দেশটাকে শান্তি প্রিয় রাখতে হবে, সরকারি সম্পদ সকলের, এগুলো হেফাজতে রাখার দায়িত্ব আমাদের সকলের।

তিনি আরও বলেন, থানা, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, হাসপাতাল এগুলোকে নিরাপদে রাখতে হবে।বিএনপি শান্তি প্রিয় দল। সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশ মোতাবেক দেশকে শান্তি রক্ষায় কাজ করতে হবে।

৮ আগষ্ট বুধবার দুপুরে মতলব উত্তরে আগমনকে কেন্দ্র করে শ্রীরায়েরচর বাংলা বাজার, ছেংগারচর, লুধুয়া সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। উপরোক্ত কথা গুলো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুহাম্মদ ড. জালালউদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক সরকার হান্নান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল আহমেদ পাটোয়ারী,উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহজালাল, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, গোলাম রাব্বানী জিসান, পৌর বিএনপির নেতা ফজলুর রহমান, পৌর ছাত্র দলের সভাপতি শাকিল, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার আলম, এআর বাবু খঅন সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক, ৮ আগস্ট ২০২৪

Share