চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৮শ ৪০ টাকা। বৃহস্পতিবার ২ নভেম্বর সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে গত বছর প্যাকেজের সর্বনিম্ন মূল্য ছিল ৬ লাখ ৭১ হাজার ২শ ৯০ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য ছিল ছয় লাখ ৬০ হাজার ৮শ ৯৩ টাকা।
এবার গত বছরের তুলনায় সরকারি প্যাকেজ মূল্য ৯২ হাজার ৪ শ ৫০ টাকা কম নির্ধারণ করা হয়েছে। গত বছরের শুরুতে সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার নির্ধারণ করা হয়েছিল। পরে কয়েক দফার সময় বাড়িয়েও কোটা পূরণ না হওয়ায় হজ প্যাকেজের খরচ ১১ হাজার ৭শ ২৫ টাকা কমানোর ঘোষণা দিয়েছিল সরকার।
প্রতিমন্ত্রী জানান,১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ তারিখে চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সালের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। সরকারি মাধ্যমের কোটা ১০ হাজার ১৯৮ জন,আর বেসরকারি এজেন্সির কোটা ১ লাখ ১৭ হাজার।
নভেম্বর ২, ২০২৩
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur