সরকারি প্রাথমিক স্কুলের জেলার দপ্তরি-কাম-প্রহরী ৫% প্রণোদনা পায় নি

চাঁদপুর জেলার ৮ উপজেলায় সরকারের ঘোষিত ৫% প্রণোদনা প্ান নি দেয়ার ঘোষণা হলেও চাঁদপুরের ৭শ ১০ জন দপ্তরি-কাম-প্রহরীর কেউ পায় নি বলে জানা গেছে। জেলার এসব কর্মচারীগণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি-কাম-প্রহরি পদে‘ আউট সোর্সিং এর জনবল সংগ্রহের নীতিমালা ২০১৯’এর মাধমে স্ব-স্ব স্কুল কমিটি কর্র্তৃক নিয়োগপ্রাপ্ত।

চাঁদপুর জেলায় এদর সংখ্যা ৭শ ১০ জন বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে ।

এদিকে সরকার চাকরি আইন,২০২৮ এর ৫ ধারা মতে,সকল সরকারি-বেসরকারি,স্বায়ত্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক,বীমা, বিজেপি,পুলিশ বাহিনীতে কর্মরত ব্যাক্তিবর্গকে ১ জুলাই ২০২৩ হতে ৫% হারে‘ বিশেষ সুবিধা ’প্রদান করতে এটি প্রজ্ঞাপন ১৮ জুলাই ২০২৩ জারি করা হয়েছে।

৫% হলেও কর্মচারীদের প্রদত্ত হার সর্বনিম্ম ১ হাজার টাকা প্রদানে প্রজ্ঞাপনে নির্দেশনা রয়েছে। অস্থায়ী চাকুরির চলে যাওয়ার ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন দপ্তরি-কাম-প্রহরী ৫% সুবিধা পাবে কি না সদরের প্রাথমিক শিক্ষা অফিসে বিনীতভাবে জানতে চাইল্ওে ঐ কর্মকর্তা তাঁর সাথে ভালো উত্তর দেননি বলে জানান ।

এ ব্যাপারে হাজীগঞ্জের উপজেলা সহকারী কর্মকর্তা মো.শাহজাহানের কাছে জানতে চাইলে তিনি বলেন,‘এরা তো পাওয়ার কথা।’ তবে বিভাগীয় চিঠি দিতে হবে। এ ব্যাপরে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন বলেন,‘ তাদের বিষয়টি ম্যানেজিং কমিটি ও শিক্ষা অধিদ্প্তরের বিষয়। এরা ‘আ্উট সোসিং ’ এর মাধ্যমে চুক্তিভিত্তিক নিয়োগকৃত। তাই আমরা বিষয়টি জানি ন্।া’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৩

Share