২০১৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। এতে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ছুটি থাকছে ২২ দিন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আগামী বছর সাধারণ ছুটি থাকবে ১৪ দিন। সরকারের নির্বাহী আদেশে ছুটি থাকবে আট দিন। এ ২২ দিনের সরকারি ছুটি অনুমোদন হলেও ১০ দিন সাপ্তাহিক ছুটি পড়ছে। এর মধ্যে সাধারণ ছুটির ১৪ দিনের মধ্যে শুক্র ও শনিবার পড়েছে ৬ দিন।
আর নির্বাহী আদেশের ৮ দিন ছুটির মধ্যে শুক্র ও শনিবার পড়েছে চার দিন।
নিউজ ডেস্ক: আপডেট, বাংলাদেশ সময় ৬:১০ পিএম, ২৫ নভেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ