মুজিববর্ষে গৃহহীন ও ভূমিহীনদের পূণর্বাসনের লক্ষে কচুয়া উপজেলার কুটিয়া-লক্ষীপুর এলাকায় সরকারি খাস জমি দখলমুক্ত করে ভরাট করার কাজ শুরু করা হয়েছে।
১৫ জুন মঙ্গলবার চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নির্দেশনায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ কচুয়া পৌরসভার কুরেশ (করইশ) মৌজার সাবেক জে এল নং- ৮৩, হাল- ৯৯, দাগ নং- সাবেক ১০৫১, হাল ৩৭৬৭ এর ২৪ শতাংশ খাস ভূমি অবৈধ দখলমুক্ত করেন।
জানা গেছে, একটি বিশেষ মহল ওই সরকারি খাস ভূমি দীর্ঘদিন নিজেদের দাবি ভোগ অবৈধ ভাবে ভোগ দখল করে আসছিল। অবশেষে আজ চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ ঘটনাস্থলে গিয়ে সরকারি খাস জমি উদ্ধার করে সাইনবোর্ড টানিয়ে দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ বলেন, দখলমুক্ত হওয়া উল্লেখিত স্থানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকল্পের আওতায় মুজিববর্ষে গৃহহীন ও ভূমিহীনদের পূণর্বাসন করা হবে। এছাড়া কচুয়ার প্রতিটি এলাকায় অবৈধ দখলীয় সরকারি খাস ভ‚মি দখলমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা, ওসি মো. মহিউদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,১৫ জুন ২০২১