চাঁদপুর শহরের পুরান বাজার ৩নং ওয়ার্ড জাফরাবাদ এলাকায় সরকারি খাল ভরাট এর প্রতিবাদে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে এলাকাবাসীর মানববন্ধন। ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে পুরান বাজার জাফরাবাদ এলাকার নারী-পুরুষরা একত্রিত হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাফরাবাদ খাল অবমুক্তির দাবিতে মানববন্ধন করেছে।
মানববন্ধনে পুরান বাজার জাফরাবাদ এলাকার আনোয়ার ঢালী, মঞ্জুমা বেগম ও মুসলিম ঢালী বলেন, জাফরাবাদ এলাকার ১নং জাফরাবাদ মৌজার প্রায় ৪০ কিলোমিটার লম্বা খালটি এ এলাকার পয়োনিষ্কাশনের একমাত্র মাধ্যম। খালটি বন্ধ হয়ে গেলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হবে। জাফরাবাদ খালটি এখান দিয়ে গিয়ে রঘুনাথপুরে মিলিত হয়েছে। এই খালের পানি অনেক কৃষি জমিতে ব্যবহৃত হয়। এলাকার একটি কুচক্রী মহল খালটি ভরাট করে ফেলতে চায়।
তারা বলেন, খালের উত্তর পাশে চৌধুরী বাড়ীর লোকজন ও আরেক পাশে ফরিদ দিদার গংরা খালের মধ্যে ফাইলিং দিয়ে খাল ভরাট করে ফেলছ।
মানববন্ধন চলাকালে পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল উপস্থিত হয়ে তাদেরকে আশ্বস্ত করে বলেন, ‘আমি সরেজমিনে গিয়ে খাল ভরাট এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।’
তিনি বলেন, অন্যায় ভাবে কেউ সরকারি খাল ভরাট করতে পারবে না।
জাফরাবাদ খালের উত্তর পাশের বাসিন্দা ফরিদ দিদারের সাথে কথা হলে তিনি বলেন, আমি খাল ভরাট করছি না। খাল আমার সীমানার মধ্যে। আমি আমার জায়গা ভরাট করতেছি।
এলাকাবাসীর দাবি দীর্ঘ দিনের পুরনো এই জাফরাবাদ খালটি দখলদারদের হাত থেকে উদ্ধার করে এলাকার পয়োনিষ্কাশনে ব্যবস্থা গ্রহণ করা হোক।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ৩০ ডিসেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur