সরকারি খালের মাছ দখলের চেষ্টার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ

চাঁদপুরের কচুয়ার সাচার-তেতৈয়া-কচুয়া যাতায়াতের এক সময়ের বড়খাল নামে পরিচিত সুন্দরী খাল দখল কওে মাছ বিক্রির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় একটি প্রভাবশালী মহল খালপাড়ের জমির মালিকদের তোয়াক্কা না করে সরকারকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নিজের ইচ্ছামতো খাল বিক্রি করে টাকা আত্বসাধের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জলা-তেতৈয়া গ্রামের স্থানীয় কৃষক ও এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি সরকারি খাল হয়তো খালের পাড়ের জমির মালিকরা ভোগ করবে নয়তো সরকার জনসার্থে ব্যবহার করবে, কিন্তু কেউ প্রভাব খাটিয়ে তা ভোগ করার চেষ্টা করলে প্রতিহত করা হবে।

স্থানীয় কৃষক সোহেল রাণা জানান, বিগত ১৭ বছর আওয়ামী সরকারের সময়ে কিছু নেতাকর্মী প্রভাব খাটিয়ে ঐ খাল ভোগ দখল করেছিল। বর্তমানেও একটি মহল তাদের দেখানো পথ অনুসরন করার চেষ্টা করছে।

স্থানীয় অধিবাসী ও বিএনপি নেতা জাকির হোসেন জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলে তিনি জলা-তেতৈয়া থেকে হাইদ্দার ভিটি পর্যন্ত রাস্তা মেরামতে কাজ করতে চান। কিন্ত একটি মহল এ কাজে বাধাঁ দিচ্ছেন।

তিনি বলেন, আমি নতুন রাস্তা নির্মাণ করে পরে মাছ বিক্রি করব, কিন্তু কেউ যদি আমার চাইতে বেশি টাকায় খাল ক্রয় করতে চায় তাহলে আগে রাস্তা নির্মাণ করে পরে খালের মাছ ধরতে আসবেন। না হয় গ্রামবাসীকে নিয়ে তাদের প্রতিহত করা হবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৮ ডিসেম্বর ২০২৫