অর্থ মন্ত্রণালয়ের আর্থিক ব্যবস্থাপনা বিভাগের সাবেক যুগ্ন সচিব কচুয়ার কৃতিসন্তান ডা. মো. আমিনুল ইসলাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এর সদস্য নির্বাচিত হয়েছেন। গত বুধবার মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারি সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
এর আগে ডা. মো. আমিনুল ইসলাম বাংলাদেশ থ্যালাজামিয়া ফাউন্ডেশনের এডভাইজর, ক্রিয়া পরিদপ্তরের সাবেক পরিচালক যুগ্ন সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক যুগ্ন সচিব হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে জাইকা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (জেএএবি) নির্বাহী কমিটির সভাপতি, ঢাকা অফিসার্স ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক ও বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পরিচালক হিসেবে সুনাম ও সততার সাথে দায়িত্ব পালন করছেন। ডা. আমিনুল ইসলাম কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়নের প্রয়াত বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফ এর সুযোগ্য সন্তান।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৪ অক্টোবর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur