‘সরকারি কর্মকর্তাদের ফেইসবুক আইডি খুলতে হবে’

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, বিশ্বের সকল কিছুই এখন প্রযুক্তি নির্ভর। চাঁদপুরের সকল সরকারি কর্মকর্তাদের ফেইজবুক আইডি খুলতে হবে। অফিস চলাকালিন সময়ে তাদের ফেইজবুকে থাকতে হবে। জেলার সকল স্কুলগুলোতে ওয়াইফাই চালু করতে হবে।

চাঁদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, বিশ্বের সকল কিছুই এখন প্রযুক্তি নির্ভর। চাঁদপুরের সকল সরকারি কর্মকর্তাদের ফেইজবুক আইডি খুলতে হবে। অফিস চলাকালিন সময়ে তাদের ফেইজবুকে থাকতে হবে। জেলার সকল স্কুলগুলোতে ওয়াইফাই চালু করতে হবে।

সভায় জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বেও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাৎ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ-পরিচালনক ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ মতিন মিয়া প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, বর্তমান সককারের সময়ে দেশে সকল বিভাগে এগিয়ে যাচ্ছে। আগামি ২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছি। একে অপরের যোগাযোগ যেমনি বাড়বে তেমনি স্ব-স্ব দপ্তরের প্রধানরা তাদের কর্মকর্তাদের অবস্থান সম্পর্কে জানতে পারবে।

এসময় সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

]আশিক বিন রহিম=

:  আপডেট, বাংলাদেশ সময় ৬:১০ পিএম,  ২৬ মে  ২০১৬, বৃহস্পতিবার

ডিএইচ

Share