Home / চাঁদপুর / ‘জনগণের দোর গোড়ায় সেবা পৌঁছে দেয়া সরকারি কর্মকর্তাদের দায়িত্ব’
জনগণের দোড় গোড়ায় সেবা পৌঁছে দেয়া সরকারি কর্মকর্তাদের দায়িত্ব
ফাইল ছবি

‘জনগণের দোর গোড়ায় সেবা পৌঁছে দেয়া সরকারি কর্মকর্তাদের দায়িত্ব’

চাঁদপুর জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল বলেছেন,দেশের প্রতিটা জনগণ সরকারি সেবা পাওয়ার সমান অংশীদার। জনগণের দোর গোড়ায় সরকারি সকল সেবা পৌঁছে দেয়া সরকারি কর্মকর্তাদের প্রধান দায়িত্ব। আমরা যদি সাধারণ মানুষকে তার প্রাপ্ত সেবা দিতে পারি তবে সরকারের উদ্দেশ্য শতভাগ সফল হবে।

রোববার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আপনারা যে যে দায়িত্বে রয়েছেন তা সততার সাথে পালন করবেন। তা পারলে বর্তমান সরকার উন্নত এবং সুখি-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে তা অচিরেই পুরণ হবে।

সম্প্রতিক সময়ে বন্যার আসংখ্যা নিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে বন্যা চলছে। চাঁদপুরেও বন্যা আসংখ্যা রয়েছে। এজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। দূর্যোগ মোকাবেলায় সিভিল সার্জন কার্যাল, রেডক্রিসেন্ড ও জেলাস্কাউসসহ সেচ্চাসেবী সংগঠনগুলোকে প্রস্তুত থাকতে হবে।

শুরুতেই গত সভার কার্যবিবরণী পাঠ এবং অগ্রগতি বিষয় তুলে ধরেণ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তার।

এসময় বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা সিভিল সার্জন ডা, মতিউল ইসলাম, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আহমেদ মঞ্জু, এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিএম মজিবুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আফজাল হোসেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রদিপ কুমার দত্তসহ স্থানীয় ভিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বরত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১১ : ৫৫ পিএম, ১৬ জুলাই ২০১৭, রোববার
এইউ

Leave a Reply