করোনাকালে সরকারি কেনাকাটায় শিক্ষাসহ সব মন্ত্রণালয় ও বিভাগকে আরও মিতব্যয়ী হওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। একইসঙ্গে ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখারও নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার (১৭ মে) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার ১৬ মে অর্থ বিভাগের জারি করা পরিপত্রে বলা হয়, দেশের চলমান করোনা ভাইরাসজনিত অভিঘাত মোকাবিলায় স্বাস্থ্য খাত,সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যবস্থাপনাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে সব মন্ত্রণালয় বা বিভাগকে তাদের প্রয়োজনীয় কেনাকাটার বিষয়ে আরও মিতব্যয়ী হওয়ার অনুরোধ করা হলো।
এছাড়া সরকারি কেনাকাটার ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ) এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) যথাযথভাবে অনুসরণ ও ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দেয়া হয় পরিপত্রে।
বার্তা কক্ষ , ১৮ মে ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur