ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারী ব্যবসায়ীদের সংগঠনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকারের সঙ্গে বৈঠকের পর দাম বাড়ানোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ও ঘোষণা দেওয়া হয়নি। অথচ, বাজারে এরই মধ্যে খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়তে শুরু করেছে। মাত্র দুই দিনের ব্যবধানে রাজধানীর অনেক দোকানে খুচরা পর্যায়ে খোলা সয়াবিন ও পাম সুপার তেলের দাম বেড়েছে। কোথাও কোথাও বোতলজাত সয়াবিন তেলেও বাড়তি দাম রাখা হচ্ছে। গতকাল রাজধানীর কয়েকটি বাজারে খোঁজ নিয়ে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী, রামপুরা বাজারসহ আরও কয়েকটি বাজারে দেখা গেছে, খোলা তেলের পাশাপাশি বোতলজাত সয়াবিন; বিশেষ করে পাঁচ লিটারের বোতলে অন্তত ১০ টাকা এবং দুই লিটারের বোতলে ৫ টাকা বাড়তি খরচ গুনতে হচ্ছে ভোক্তাকে। অন্যদিকে খোলা তেলের লিটারে ২ থেকে ৩ টাকা এবং পাম সুপারে ৫ টাকা দাম বেড়েছে। সম্প্রতি লিটারে ১০ টাকা দাম বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় ভোজ্যতেল পরিশোধন ও
বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। তবে দাম বাড়ানোর বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। ব্যবসায়ীদের পক্ষ থেকেও কোনো ঘোষণা দেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে একেক এলাকার বিক্রেতারা বলছেন একেক কথা।
কারওয়ান বাজারের বিউটি স্টোরের ব্যবসায়ী মো. জাকির হোসেন বলেন, বোতলজাত সয়াবিন তেলের দাম দুই দিনের ব্যবধানে বেড়েছে। মূলত পাঁচ লিটারের বোতল আগে যেটা ৮৮০ টাকা বিক্রি করেছি, এখন তা ৮৯০ টাকা বিক্রি হচ্ছে। কোম্পানিভেদে ৯০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এ দামেই বিক্রি করতে হচ্ছে আমাদের।
খুচরা বিক্রেতারা জানান, গত দুই দিনে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের কার্টনে (২০ লিটার) দাম ৫০ থেকে ৬০ টাকার মতো বেড়েছে। আগে থেকেই ডিলাররা দাম বাড়ানোর কথা ব্যবসায়ীদের জানিয়েছেন। তবে, কারওয়ান বাজারের একজন ডিলারের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
এদিকে অন্যান্য এলাকার বাজারের বিক্রেতারা বলছেন, সরবরাহকারী কোম্পানিগুলো কমিশন কমিয়ে দিচ্ছে। এ ছাড়া পুরনো কায়দায় বাজারে সরবরাহ সংকট তৈরি করা হচ্ছে। এর প্রভাবে দামে পড়ছে।
রাজধানীর শনির আখড়া, কদমতলী এলাকার খুচরা বিক্রেতারা বলছেন, এসব এলাকায় এখনও দাম বাড়েনি। আগের দামে বিক্রি হচ্ছে। কিন্তু ডিলাররা এরই মধ্যে বিক্রেতাদের জানিয়ে দিয়েছেন, সামনে দাম বাড়তে চলেছে।
এদিকে খুচরা পর্যায়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৬৯ টাকা থেকে বেড়ে ১৭০ থেকে ১৭২ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর পাম সুপার তেলের দাম লিটারে পাঁচ টাকা পর্যন্ত বেড়ে ১৫৫ থেকে ১৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, চলতি সপ্তাহে পাইকারিতে দাম হঠাৎ বেড়ে গেছে। এর প্রভাবে গত দুই দিনের ব্যবধানে খুচরায় দাম বেড়েছে।
খোলা তেলের বিক্রেতারা জানান, গত দুই থেকে চার দিনের ব্যবধানে প্রতি ড্রাম (২০৪ লিটার) খোলা সয়াবিন তেলের দাম ৩২ হাজার টাকা থেকে বেড়ে এখন ৩৪ হাজার ৪০০ টাকা এবং সুপার পাম তেলে ড্রাম ২৯ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৩১ হাজার টাকা।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ২৬ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur