জাসদ ছাত্রলীগের ২৯তম সম্মেলন ১৮ ডিসেম্বর

জাসদ ছাত্রলীগের ২৯তম কেন্দ্রীয় সম্মেলন শনিবার ১৮ ডিসেম্বর শুরু হবে। সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। বিকেল ৪টায় টিএসসি মিলনায়তনে কাউন্সিল অধিবেশন বসবে,যা পরদিন দুপুর পর্যন্ত চলবে।

সংগঠনের দফতর সম্পাদক ইমান আহমেদ ইমনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়,সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরি সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম এবং শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ার হোসেন।

শনি ও রোববার দু’দিনের এ সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়,কলেজ,জেলা,উপজেলা,থানা কমিটি থেকে কয়েক হাজার ছাত্রছাত্রী প্রতিনিধি হিসেবে অংশ নেয়ার কথা রয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,অধিবেশনে সাধারণ সম্পাদকের খসড়া রিপোর্ট,ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের উপর আনা সংশোধনী নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে।

কাউন্সিলের নির্বাচনি অধিবেশনে আগামি দু’বছরের জন্য সংগঠনের ৪৫ সদস্যের কেন্দ্রিয় সংসদ নির্বাচন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বার্তা কক্ষ ,
১৭ ডিসেম্বর ২০২১

Share