চাঁদপুর জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সম্মেলন আজ
বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি চাঁদপুর জেলা কমিটির সম্মেলন আজ ২ আগস্ট ২০২৫ শনিবার বিকেল ৩টায় চাঁদপুর রোটারী ভবনে অনুষ্ঠিত হবে। এবারের জেলা সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি কর,উন্নত জাতি গঠনে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ কর’।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি,কবি-প্রাবন্ধিক-গবেষক জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো.নূরে আলম বিপ্লব ও কেন্দ্রীয় সহ-সভাপতি অমৃত কারণ।
সম্মেলনে সভাপতিত্ব করবেন সংগঠনের চাঁদপুর জেলা সভাপতি মো.বিলাল হোসেন।
সম্মেলনে সকল পর্যায়ের শিক্ষককে অংশগ্রহণের জন্যে অনুরোধ করেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মো.মোজাম্মেল হোসেন ঢালী,সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক মো. আলী আক্কাছ ও সদস্য সচিব মো.মাহফুজুর রহমান।
১ আগস্ট ২০২৫
এজি