সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে চাঁদপুরে মানববন্ধন

সরকারের ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেটে সংস্কৃতি খাতে ১% বরাদ্দ রাখার দাবিতে সারাদেশের ন্যায় শনিবার বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখা’র আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা শিল্পকলা একাডেমির সম্মু‌খে জো‌টের আ‌য়োজনে সমা‌বে‌শে স্ব স্ব ব‌্যানার নি‌য়ে সংগীত নি‌কেতন চাঁদপুর ড্রামা, নৃত‌্যাংঙ্গন, সপ্তসুর সংগীত একা‌ডে‌মি, সপ্তরুপা নৃত‌্য শিক্ষালয়, নৃত‌্যধারা, বঙ্গবন্ধু আবৃ‌ত্তি প‌রিষদ, জাগরণ সাংস্কৃ‌তিক কেন্দ্র, বাউল শিল্পী গোষ্ঠী, সুরধ্বনি সংগীত একা‌ডেমি, নৃত‌্যধারাসহ চাঁদপুর জেলা শহরের সকল সাংস্কৃতিক সংগঠনের নাট্যশিল্পী, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, আবৃত্তি শিল্পী ও চারুকলা শিল্পীরা অংশগ্রহণ করেন।

সমা‌বে‌শে সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপ‌তি তপন সরকা‌রের সভাপ‌তিত্বে ও স্বর‌লি‌পি নাট‌্যগোষ্ঠীর সভাপ‌তি এম আর ইসলা‌ম বাবুর প‌রিচালনায় বক্তব‌্য রা‌খেন বি‌শিষ্ট সাংস্কৃ‌তিক সংগঠক অজর কুমার ভৌ‌মিক, মু‌ক্তিযুদ্ধের বিজয় মেলার সহাস‌চিব হারুন আল র‌শিদ, অন‌ন‌্যা নাট‌্যগোষ্ঠীর সভাপতি শহীদ পাটওয়ারী, সংগীত নি‌কেতনের অধ‌্যক্ষ স্বপন সেন গুপ্ত, সপ্তসুর সংগীত একা‌ডে‌মির অধ‌্যক্ষ রুপালী চম্পক, সুরধ্বনি সংগীত একা‌ডেমির অধ‌্যক্ষ র‌ফিক আহ‌মেদ মিন্টু,
নবজাগরন সাংস্কৃ‌তিক সংগঠ‌নের পক্ষ থে‌কে আ‌মির জো‌সেন বাপ্পী, জাগরণ সাংস্কৃ‌তিক কেন্দ্রের প‌ক্ষে জাহাঙ্গীর হোসেন।

মানববন্ধনে বক্তারা, বর্তমান বাজেটে সংস্কৃতি অঙ্গনের জন্য ১% বরাদ্দ রাখার জন্য বর্তমান প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে জোর দাবি জানান।

বক্তারা ব‌লেন, ৫২ থে‌কে ৭১ সকল আ‌ন্দোলনে শিল্পী সমাজের র‌ক্তে র‌ঞ্জিত হ‌য়ে‌ছে। বর্তমান সরকার শিল্প সংস্কৃ‌তি বান্ধব। তাই সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে শিল্পী সমাজ, জাতীয় বা‌জে‌টের ১% সাংস্কৃ‌তিক কর্মকা‌ন্ডে রাখার জন্য। অসাম্প্রদা‌য়িক সমাজ বি‌র্নিমা‌নে যারা অগ্রদূত সেসকল সাংস্কৃ‌তিক সংগঠনগু‌লোর প্রতি সরকার কোন নজর দি‌চ্ছে না। সরকার বে‌দে সম্প্রদায়, হিজরা সম্প্রদায় ও অন্ধ কল‌্যা‌নে ব‌্যায় কর‌ছে বিপুল প‌রিমান অর্থ। কিন্তু আমরা যারা চোখে দেখ‌ছি তা‌দের প্রতি সরকার পু‌রোপু‌রো অন্ধ। এক‌টি মানসম্পন্ন বা‌জেট বরাদ্দ শিল্পী সমাজের দীর্ঘদি‌নের দাবী।

এসময় সাংস্কৃ‌তিক সংগঠক ইতু চক্রবর্তী,শুকদেব রায়, গো‌বিন্দ মন্ডল, রুমা সরকার, অ‌নিমা সেন চৌথুরী, মৃনাল সরকার, ত‌বিবুর রহমান রিংকু, চন্দন সরকার, একে আজাদ, পিএম বিল্লাল, মুহাম্মদ আলমগীর, শরীফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: শরীফুল ইসলাম, ১৮ জুন ২০২২

Share