Home / চাঁদপুর / চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী প্যানেলের নিরুঙ্কুশ বিজয়
sommilito-aynjibi

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী প্যানেলের নিরুঙ্কুশ বিজয়

সিনিয়র এবং তরুণ আইনজীবীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন।
এতে সম্মিলিত আইনজীবী সম্বনয় পরিষদর (আওয়ামীলীগ সমর্থিত) প্রার্থীদের নিরুঙ্কুশ বিজয় হয়েছে।

বৃস্পতিবার (২৪ জানুয়ারি) রাতে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. আব্দুল লতিফ শেখ ও রিটানিং কর্মকর্তা অ্যাড. মোঃ আব্দুল্লাহ আল মামুন।

এতে সভাপতি পদে অ্যাড. শেখ জহিরুল ইসলাম ১৫৮ ভোট ও সাধারণ সম্পাদক পদে অ্যাড. শাহাদাত হোসেন ভোট ১৫২ পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বচনে বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. আলহাজ মো. নওশেদ আহমেদ ১৫৭ ভোট, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. মো. মোরশেদ আলম তালুকদার বাবুল ১৫১ ভোট, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অ্যাড. এবিএম সানাউল্যা ১৭১ ভোট,

সম্পাদক ফরমস পদে অ্যাড. মোহাম্মদ নুরুল আমিন খান ১৫১ ভোট, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাড. মোহাম্মদ ফারুক খান ১৫৮ ভোট, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাড. মোঃ খোরশেদ আলম শাওন ১৫৪ ভোট, জেনারেল অডিটর পদে অ্যাড. মোঃ জসিম উদ্দিন প্রধানীয়া ১৫২ ভোট, রানিং অডিটর পদে অ্যাড. মোঃ শাহজাহান আখন্দ ১৬২ ভোট,

চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ সাইফুল ইসলাম শাহিন ১৫২ ভোট, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাড. মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী ১৪৯ ভোট, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাড. বিশ্বজিত কর রানা ১৪৭ ভোট, মোঃ আল আমিন হোসেন ১৫৮ ও মোঃ কামরুল ইসলাম ১৩৭ ভোট।

sommilito-ainjibi

নির্বাচনের আগে সম্মিলিত আইনজীবী সমন্বয় সমিতির পরিচিতি সভা। ছবি- চাঁদপুর টাইমস

নির্বাচনে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট (বিএনপি সমর্থিত) প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ছিলেন সভাপতি পদে অ্যাড. মো. ইব্রাহিম খলির, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাড.. মো. সহিদুল হক খান, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. মো. কামাল হোসেন মজুমদার,

সাধারণ সম্পাদক পদে অ্যাড. মো. এমরান হোসেন, যুগ্ম সম্পাদক পদে অ্যাডঃ মাসুদ প্রধানিয়া, সম্পাদক ফরমস পদে অ্যাড. মোহাম্মদ জসিম উদ্দিন সরকার, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাড. কামাল হোসেন, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাড. মো. জাকির হোসেন পাটওয়ারী, জেনারেল অডিটর পদে অ্যাড. মোহাম্মদ আতিকুর রহমান হাওলাদার,

রানিং অডিটর পদে অ্যাডঃ মো. কামাল হোসেন পাটওয়ারী, চেয়ারম্যান রেজিষ্ট্রারিং অথরিটি পদে অ্যাড. মো. মাহাবুবুল আলম, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাড. মো. আবুল হাসনাত বেপারী, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ আবদুল কাদের খান, মো. মোজাহেদুল ইসলাম ও অ্যাড. মিসেস ফারজানা আক্তার।

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি, ২০১৯