ফ্যামিলি ডে, পিঠা উৎসব ও সিনিয়র আইনজীবীদের সম্মাননা প্রদান

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ফ্যামিলি ডে, পিঠা উৎসব ও আইন পেশায় ৩৫ বছর ঊর্ধ্ব অভিজ্ঞতাসম্পন্ন সিনিয়র আইনজীবীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি শনিবার চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজন‌ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ শামছুন্নাহার বেগম।

বিশেষ অতিথি ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মুজাহিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) একরামুল সিদ্ধিক সহ অন্যান্য অতিথিবৃন্দ।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাবর বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন মেহেদীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চাঁদপুর আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং সকল আইনজীবীসহ তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই আইন পেশায় ৩৫ বছর ঊর্ধ্ব অভিজ্ঞতাসম্পন্ন সিনিয়র আইনজীবীরা স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। এরপর দিনটিকে স্মরণীয় করে রাখতে তাদের হাতে ক্রেস্ট, সনদ ও অন্যান্য উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য সকল আইনজীবী এবং তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে ফ্যামিলি ডে ও পিঠা উৎসবের এই আয়োজনে এক অন্যরকম মিলনমেলায় পরিণত হয়। তাদের প্রাণবন্ত উপস্থিতি দিনব্যাপী আয়োজনে আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন আইনজীবীদের পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে।

সংবর্ধিত আইনজীবীরা হলেন -আলহাজ্ব অ্যাড. মোঃ রুহুল আমিন, আলহাজ্ব অ্যাড. জাহাঙ্গীর আলম, অ্যাড.মোঃ নুরুল আমিন দেওয়ান,অ্যাড. শামসুদ্দিন আহমেদ, আলহাজ্ব অ্যাড. প্রফেসর সিরাজুল ইসলাম , অ্যাড. ইকবাল বিন বাশার, অ্যাড. বিনয় ভুষণ মজুমদার, অ্যাড. এ. কে এম খালেদ, অ্যাড.আমানুল্লাহ -১, অ্যাড.সেলিম আহমেদ চৌধুরী, অ্যাড. মুহাম্মদ জহিরুল ইসলাম, অ্যাড.তোফাজ্জল হোসেন মিয়া, অ্যাড. হেদায়েতুল্লাহ, অ্যাড.আমানুল্লাহ -২, অ্যাড. মোহাম্মদ রুহুল আমিন খান, অ্যাড. আব্দুল লতিফ শেখ,অ্যাড. মোহাম্মদ নাঈমুল ইসলাম, অ্যাড.তোফায়েল হোসেন জোশেফ, অ্যাড. রুহুল আমিন সরকার, অ্যাড, খোরশেদ আলম জমাদার, অ্যাড. কাজী আব্দুল গফুর, অ্যাড. দুলাল মিয়া পাটোয়ারী , অ্যাড. আব্দুল জলিল, অ্যাড.আজহারুল ইসলাম, অ্যাড. নাজমুল হুদা খান, অ্যাড. শহিদুল খান , অ্যাড. মোবারক হোসেন, অ্যাড.আমানুল্লাহ পাটোয়ারী, অ্যাড. মোহাম্মদ মঈনুল আহসান , অ্যাড. শেখ আবুল খায়ের মোহাম্মদ সালেহ, অ্যাড. মোঃ হারুনুর রশিদ ১ , অ্যাড. মনোয়ারুল ইসলাম , অ্যাড. রঞ্জিত কুমার রায় চৌধুরী, অ্যাড.এটিএম মোস্তফা কামাল, অ্যাড.আব্দুস সাত্তার, অ্যাড. হাবিবুল ইসলাম তালুকদার, অ্যাড. রফিকুল ইসলাম ভূঁইয়া,অ্যাড. মুরাদ হোসেন চৌধুরী, অ্যাড. সেলিম আকবর ও অ্যাড. আবদুস সামাদ পাটওয়ারী।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
১০ জানুয়ার ২০২৬