সম্মাননা পেলেন অ্যাড.বিনয় ভূষণ মজুমদার

আইন পেশায় ৪৪ বছর অতিবাহিত করায় বিশেষ সম্মাননা পেলেন চাঁদপুরের সিনিয়র আইনজীবী ও মানব উন্নয়ন সংস্থা জীবনদীপের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার।

১০ জানুয়ারি শনিবার বিকেলে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে ফ্যামিলি ডে, পিঠা উৎসব ও আইন পেশায় ৩৫ বছর ঊর্ধ্ব অভিজ্ঞতাসম্পন্ন সিনিয়র আইনজীবীদের সম্মাননা অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ শামছুন্নাহার বেগম অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদারের হাতে ক্রেস্ট, সনদ ও অন্যান্য উপহার তুলে দেন।

এছাড়াও অনুষ্ঠানে আইন পেশায় ৩৫ বছর ঊর্ধ্ব একাধিক অভিজ্ঞতাসম্পন্ন সিনিয়র আইনজীবীদের এই সম্মাননা প্রদান করা হয়। ব্যতিক্রমী এই আয়োজনের জন্য জেলা আইনজীবীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদারসহ সম্মাননা প্রাপ্ত সকল আইনজীবীরা।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাবর বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন মেহেদীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চাঁদপুর আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং সকল আইনজীবীসহ তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
১০ জানুয়ারি ২০২৬