Home / উপজেলা সংবাদ / কচুয়া / সম্মাননা পুরস্কার পেলেন কচুয়ার ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত
সম্মাননা

সম্মাননা পুরস্কার পেলেন কচুয়ার ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত

চাঁদপুরের কচুয়ায় বিগত মহামারী করোনাকালীন সময়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বপ্নঘুড়ি ফাউন্ডেশনের মাধ্যমে ইউনিয়নবাসীর পাশে থেকে সেবা দেয়ায় করোনা যোদ্ধা হিসেবে বিশেষ সম্মাননা পুরস্কার পেলেন নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. নূরে-ই আলম রিহাত। শনিবার চাঁদপুর প্রেসক্লাবে চাঁদপুর টেলিভিশন ফোরামের অভিষেক ও ফ্যামেলি ডে অনুষ্ঠানে তাঁকে এ সন্মননা পদক তুলে দেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ।

উল্লেখ্য যে, কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নে বিগত ৫ জানুয়ারি ৫ম ধাপে ইউপি নির্বাচনে স্বতন্ত্র পদে আনারস প্রতীকে বিপুল ভোটে নূরে-ই আলম রিহাত চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি টানা কয়েক বছর ধরে সামাজিক সংগঠন স্বপ্নঘুড়ি ফাউন্ডেশনের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন স্থানে মানুষের সেবা দিয়ে সাধারন মানুষের নজরে আসেন।

এদিকে নূরে-ই-আলম রিহাত করোনা হীরু হিসেবে সন্মাননা পুরস্কার পাওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিভন্দন জানিয়েছেন এলাকাবাসী।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২৭ ফেব্রুয়ারি ২০২২