সম্মাননা পুরষ্কার পাচ্ছেন কচুয়ার সন্তান রফিকুল ইসলাম রনি
দেশের আগামীর নতুন প্রজন্মকে অনুপ্রাণীত করা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় বিশেষ সম্মাননা অ্যাওয়ার্ড পাচ্ছেন, চাঁদপুরের কচুয়ার কৃতি সন্তান, বিআরবি ক্যাবল ইনডাষ্ট্রিজ লি. এর ডাইরেক্টর (সেলস এন্ড মার্কেটিং) ও বিশিষ্ট শিক্ষানূরাগী মো: রফিকুল ইসলাম রনি। আগামী শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে তিনি এ সম্মাননা পদক গ্রহন করবেন।
জাগ্রত ওকে বাংলাদেশ এর চেয়ারম্যান শিহাব রিফাত আলমের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দিবেন, ওকে বাংলাদেশ এর নির্বাহী সম্পাদক ড. শহীদ মঞ্জুর ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রভাষক কবি ফাতেমা মিতু। এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. এএনএম মেশকাত উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন, এসপিবিএন এর প্রধান ডা. সোয়েব রেজা আলম (বিপিএম)। উক্ত অ্যাওয়ার্ড গ্রহন অনুষ্ঠানে রফিকুল ইসলাম রনি ছাড়াও দেশের ক্ষ্যাতনামা আরও ১৯জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা তুলে দেওয়া হবে।
উল্লেখ্য যে, চাঁদপুরের কচুয়ার ৩নং বিতারা ইউনিয়নের সরাইলকান্দি গ্রামের কৃতি সন্তান বিআরবি ক্যাবল ইনডাষ্ট্রিজ লি. এর ডাইরেক্টর (সেলস এন্ড মার্কেটিং) ও বিশিষ্ট শিক্ষানূরাগী মো: রফিকুল ইসলাম রনি ইতিমধ্যে নিজ এলাকায় গরিব অসহায়, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনে বিভিন্ন অর্থসহায়তা প্রদানের মাধ্যমে ব্যাপক অবদান রেখে সাধারন মানুষের মন জয় করেছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৭ জানুয়ারি ২০২৬