Home / চাঁদপুর / শিক্ষা ২০৩০ সাল সম্ভাবনার নতুন দিগন্ত বিষয়ে মতবিনিময় সভা
শিক্ষা ২০৩০ সাল সম্ভাবনার নতুন দিগন্ত বিষয়ে মতবিনিময় সভা

শিক্ষা ২০৩০ সাল সম্ভাবনার নতুন দিগন্ত বিষয়ে মতবিনিময় সভা

চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি ও গণসাক্ষরতা অভিযান, প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি, জড়ে পড়া রোধ, সকল শ্রেণি পেশার মানুষদেরকে প্রাথমিক শিক্ষায় শিশুদের বিদ্যালয় যাওয়া নিশ্চিতকরণ এবং ২০৩০ সাল সম্ভাবনার নতুন দিগন্ত বিষয়ে মতবিনিময় সভা শনিবার (১৮ মার্চ) দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন।

বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ আহমেদের সভাপিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল বাশার।

অধ্যাপক মোশারফ হোসেন লিটনের সঞ্চালনায় ‘টেকসই উন্নয়ন-৪ (শিক্ষা ২০৩০) বিষয়ক উপস্থাপনা করেন গনসাক্ষরতা অভিযান এর উপ-পরিচালক কে.এম এনামুল হক।

সভায় শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক-মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ০৬ : ৫৮ পিএম, ১৮ মার্চ ২০১৭, শনিবার
এইউ

Leave a Reply