জাতীয়

সম্পূর্ণ দারিদ্রমুক্ত দেশ গড়া আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী

‘সমাজের কোনো অংশ যাতে পিছিয়ে না পড়ে সে লক্ষ্যে কাজ করছে সরকার। মুজিববর্ষে দারিদ্রসীমা আরও দেড় থেকে দুভাগ কমিয়ে দেশকে সম্পূর্ণ দারিদ্রমুক্ত করা আমাদের লক্ষ্য।’

২৩ জানুয়ারি বৃহস্পতিবার নোয়াখালির স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

সমাজের প্রতিটা মানুষের সুবিধা দেয়ার আশ্বাস ব্যাক্ত করে প্রধানমন্ত্রী বলেন,‘সমাজের কোনো অংশ যাতে অবহেলিত না থাকে সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করছি। বাংলাদেশের জনসংখ্যাকে উন্নত করা আমাদের লক্ষ্য। যাতে বিশ্বে মাথা উঁচু করে চলতে পারি, তার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘প্রবৃদ্ধিতে আনেক দেশ যেখানে পিছিয়ে পড়ছে আমরা সেখানে অনেক এগিয়ে যাচ্ছি।’

চাঁদপুর টাইমস রিপোট

Share