ঢালিউড অভিনেতা শাকিব খান বলেছেন, সম্পর্ক থাক আর না থাক, অপু বিশ্বাস আব্রামের মা আর আমি ওর বাবা।
আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে শাকিব এসব কথা বলেছেন। সম্প্রতি কলকাতা অপু ও সন্তান জয়ের সঙ্গে দেখা করেন শাকিব। এ নিয়ে তিনি বলেন, ছেলের জন্য হলেও আমাদের দেখা হয়েই যায়। আসলে ওরা (অপু ও জয়) শিলিগুড়ি যাবে, একটা মানত ছিল, সেই কারণে। যাওয়ার পথে আমিই বললাম দেখা করে যেতে। অনেক দিন দেখিনি ছেলেকে, তাই।
ছেলে তো খুব ছোট। আপনি এত আউটডোরে থাকেন, ও আপনাকে মিস করে না?- এ প্রশ্নের জবাবে শাকিব বলেন, করে তো বটেই। আমিও ভীষণ মিস করি। কিন্তু কী করব। কাজ তো করতেই হবে…
বাংলাদেশে পহেলা বৈশাখ উদযাপন নিয়ে সাক্ষাৎকারে শাকিব বলেন, এর সৌন্দর্য্য দেখতে হলে বাংলাদেশেই যাওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা আলপনা সাজায় রাস্তায় রাস্তায়…অবিশ্বাস্য!
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ১০ এ.এম ২১মার্চ,২০১৮বুধবার
এ.এস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur