চাঁদপুরে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি শতভাগ সম্পন্ন

চাঁদপুরে যথাযথ মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ২৪ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মান্যবর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

জেলা প্রশাসক বলেন,‘১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ দিবস এবং ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস বাঙালি জাতির ইতিহাসে একটি বেদনাদায়ক দিন। এ দুটি জাতীয় দিবস চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্যে উপস্থিত সকলের আলোচনার মাধ্যমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। ’

কর্মসূচি : মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা,সকাল ৭টায় শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ,ওইদিন সূর্যোদয়ের সাথে সাথে সঠিক মাপ ও রঙের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা, বেলা ১১ টায় দিবসের আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং একই দিন দুপুরে হাসপাতাল,জেলখানা,এতিমখানা ও সরকারি শিশু পরিবারে বিশেষ খাবার পরিবেশন। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চারু,কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের আয়োজনে জেলা ও উপজেলায় দিনব্যাপি আড়ম্বরপূর্ণ বিজয়মেলা অনুষ্ঠিত হবে। বিজয় মেলা উদ্বোধন শেষে জাতীয় সংগীতের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

এদিকে মহান বিজয় দিবস উদযাপনে চাঁদপুর জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,সকল উপজেলা প্রশাসন,স্ব-স্ব থানা প্রশাসন, স্কুল,কলেজ ও মাদ্রাসাসহ প্রাথমিক শিক্ষা বিভাগ,জেলা স্কাউট,রেড ক্রিসেন্ট,শিক্ষা অফিসসমূহ,আনসার–বিডিপি সদস্য,জেলা-উপজেলার রাজনৈতিক সংগঠন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহ সরকার নির্দেশিত নিয়মে প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে ।

ঐদিন সকাল ১০ টায় জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় পতাকা ও রঙিন নিশান দ্বারা প্রধান প্রধান সড়ক, সড়ক দ্বীপ এবং বিভিন্ন স্থাপনাসমূহ সজ্জিতকরণ ও গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন,মুক্তিযুদ্ধ বিষয়ক স্থাপনাসমূহে আলোকসজ্জা, বাদ যোহর দেশের শান্তি ও অগ্রগতি এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে শহরের বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধাজনক সময়ে মন্দির,গীর্জা,প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে । ওইদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সরকারি ও বেসরকারি বিনোদনমূলক স্থান শিশুদের জন্যে উন্মুক্ত রাখা এবং বিনা টিকিটে প্রদর্শনীর ব্যবস্থা গ্রহণ, স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন,মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন ও জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে ।

প্রতীকী ছীব

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান,পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব,পিপিএম, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মো.গোলাম জাকারিয়া,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.মনোয়ার হোসেন,স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা.সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সিভিল সার্জন ডা.মো.নুরে আলম দীন,প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত,জেলা জজ কোর্টের পিপি অ্যাড.কোহিনুর রশিদ,জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ,তথ্য অফিসার তপন বেপারী, সদর উপজেলা জামায়াতের আমির অ্যাড.মো.শাহজাহান খানসহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসহ সকল সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,সাংবাদিক,সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আবদুল গনি
চাঁদপুর টাইমস
১৫ ডিসেম্বর ২০২৪
এজি

Share