সমৃদ্ধ ও জনবান্ধব চাঁদপুর গড়ার প্রত্যয়ে শহরের বাড়িওয়ালাদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা। শুক্রবার (২১ নভেম্বর) বাদ মাগরিব রেড চিলি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মোঃ শাহাজাহান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও নাগরিক সংকট মোকাবেলায় অংশীদারিত্বমূলক কাজের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মোঃ মাসুদুল ইসলাম বুলবুল। তিনি বলেন, সাহাবায়ে কেরামের যুগে যেভাবে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জনগণের অধিকার ও কল্যাণ নিশ্চিত করে একই আদর্শে রাষ্ট্র পরিচালনা করবে।
হযরত ওমর ফারুক (রা.) রাতের অন্ধকারে ছদ্মবেশে মানুষের দুঃখ-দুর্দশা জেনে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতেন। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ঠিক তেমনি নেতাকর্মীরা দুর্নীতি, দুঃশাসন, অভাব-অনটন দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেবে। কোনো নেতা, এমপি বা মন্ত্রী রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করবে না এটাই আমাদের অঙ্গীকার।
সভায় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট শেখ আবুল খায়ের মোহাম্মদ সালেহ, মদিনা বিশ্ববিদ্যালয়ের মুবাল্লিগ আ. ন. ম. নুরুর রহমান মাদানী, সাবেক কেন্দ্রীয় ছাত্রশিবিরের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক জাকারিয়া মহিউদ্দিন।
সভায় নাগরিক অধিকার নিশ্চিতকরণ, ন্যায্য ভাড়া নীতি, সামাজিক সম্প্রীতি, নিরাপদ আবাসন ব্যবস্থাপনা এবং শহর উন্নয়নে বাড়িওয়ালা বাসিন্দা সমন্বিত অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সবুজ খান।
এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের অফিস সম্পাদক অধ্যাপক ওমর ফারুক, আব্দুস শুক্কুর মস্তান, গোলাম মাওলা, আলমগীর বন্ধুকসীসহ অন্য নেতৃবৃন্দ।
সভায় অংশগ্রহণকারীরা সমৃদ্ধ, পরিচ্ছন্ন ও নিরাপদ চাঁদপুর গঠনে সকলে মিলে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক/
২১ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur