শনিবার কুমিল্লায় অনুষ্ঠিত হচ্ছে বিএনপির গণসমাবেশ। সমাবেশকে কেন্দ্র করে মিছিলের নগরীতে পরিণত হয়েছে কুমিল্লা। নগরীর ঐতিহাসিক টাউন হল মাঠে এ সমাবেশ ২৬ নভেম্বর হলেও তার দুদিন আগে থেকেই আসতে শুরু হরেছে দলের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক।
বৃহস্পতিবার রাতেই বিভিন্ন জেলা থেকে অন্তত: ৪০ হাজার নেতাকর্মী এসেছেন এই শহরে।
চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর এবং সিলেটের পর আগামীকাল ২৬ নভেম্বর শনিবার বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লায়। এটি বিএনপির অষ্টম বিভাগীয় গণসমাবেশ। এ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবার কথা রয়েছে। এদিকে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে সমাবেশ স্থলে চলছে মঞ্চ নির্মাণ কাজ। এছাড়াও এ গণসমাবেশ সফল করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করতে তোজজোড় চালাচ্ছে দলটির নেতাকর্মীরা। এটি স্মরণে কালের সবচাইতে বিশাল জনসমাবেশ হবে বলে মনে করছেন জেলার শীর্ষস্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে তৃণমূল সমর্থকরাও।
এদিকে সমাবেশের আগেই লোকে লোকারণ্য কুমিল্লার ঐতিহাসিক টাউন হল মাঠ। সমাবেশ ২৬ নভেম্বর হলেও তার দুদিন আগে থেকেই কুমিল্লা শহরে এসে জড়ো হয়েছেন দলের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক। বৃহস্পতিবার রাতেই বিভিন্ন জেলা থেকে অন্তত: ৪০ হাজার নেতাকর্মী এসেছেন এই শহরে। দলে দলে মিছিল নিয়ে টাউন হল মাঠে সমাবেশ স্থলে প্রবেশ করছেন। মিছিলে মিছিলে প্রকম্পিত হচ্ছে শহর। থাকার জায়গা না থাকায় অনেকে মাঠেই শুয়ে পড়ছেন। অনেকে আত্মীয়স্বজন ও নেতাকর্মীদের বাসা বাড়িতে। গত রাতে নেতাকর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহব্বায়ক হাজী আমীন উর রশিদ ইয়াছিন এবং সাবেক সিটি মেয়র (বহিস্কৃত বিএনপি নেতা) মনিরুল হক সাক্কু।
এদিকে এই সমাবেশকে সফল করতে কুমিল্লায় অবস্থান করছেন দলের শীর্ষস্থানীয় নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন এবং বিএনপি’র সহ সভাপতি বরকত উল্লাহ বুলু। সভাস্থল প্রস্তুত তদারকীসহ দূর দূরান্ত থেকে আসা নেতাকর্মীদের সার্বক্ষণিক খোজ খবর রাখছেন তারা। এ মহাসমাবেশেক সফল করতে শুক্রবার বেলা সাড়ে ১১ টায় নগরী একটি রেস্তোরায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন। এসময় তিনি বলেন, কুমিল্লার সমাবেশ থেকে এ অবৈধ সরকারকে লাল কার্ড দেখানো হবে।
নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মীদের মৃতুর প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে বিএনপির গণসমাবেশের অংশ হিসেবে শনিবার কুমিল্লার এই সমাবেশ।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২৫ নভেম্বর ২০২২