Home / চাঁদপুর / চাঁদপুরে বিএনপি’র সমাবেশের তারিখ পরিবর্তন
সমাবেশের

চাঁদপুরে বিএনপি’র সমাবেশের তারিখ পরিবর্তন

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে চাঁদপুরসহ ৩২ জেলায় সমাবেশ করবে বিএনপি। শুরু হবে ২২ ডিসেম্বর থেকে। প্রতিটি সমাবেশে বিপুল লোকসমাগমের প্রস্তুতি রয়েছে। সিনিয়র নেতাদের নিয়ে টিমও গঠিত হয়েছে। তৃণমূলকে উজ্জীবিত করতে কাল থেকেই কেন্দ্রীয় নেতাদের জেলায় অবস্থান করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে এসব তথ্য।

চাঁদপুরে আগামী ২৯ ডিসেম্বর বিকালে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

১৮ ডিসেম্বর জেলা বিএনপির প্রস্তুুতি সভায় চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক বিষয়টি নিশ্চিত করেন। ২৬ তারিখ সমাবেশটি হবার কথা ছিল।ইউপি নির্বাচনের কারণে তারিখ পরির্বতন করে ২৯ ডিসেম্বর চাঁদপুরে সমাবেশ করবে দলটি।

এ জন্য হাসান আলী সরকারি হাই স্কুল মাঠ, চাঁদপুর পৌর ঈদগাহ মাঠ,বাবুর স্কুল এন্ড কলেজ মাঠ অথবা চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণ সমাবেশ স্থান প্রশাসনের অনুমতির জন্য চাওয়া হচ্ছে।

স্টাফ করেসপন্ডেট