হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়ন পরিষদে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে হাইমচর থানা পুলিশ কর্তৃক আয়োজিত সম্প্রীতি সমাবেশে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহম্মদ আলী মাষ্টারের সভাপতিত্বে ও হাইমচর থানা পুলিশ অফিসার মোঃ আবুল কালাম আজাদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলার আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ হুমায়ুন প্রধানীয়া,প্রধান বক্তৃতা থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা।
এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, ‘আমাদের মাঝে যে ভাবে সম্প্রীতি বজায় আছে ঠিক সেই ভাবে থাকতে হবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। কোন প্রকার উসকানি মূলক কথা বার্তা থেকে বিরত থাকবেন। যারা ধর্মীয় বিশ্বাসের উপর আঘাত হানে এ ধরনের কোন কথা বলে পাড় পেয়ে যাবে এটা আপনাদের ভৃুল ধারনা। এ ধরনের কথাবার্তা বললে বিপদে পড়ে যাবেন কেউ আপনাকে রক্ষা করতে পারবে না।’
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা চরভৈরবী ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ দেলোয়ার, পারভেজ হাওলাদার,দাদন প্রধানীয়া, নাজমা রহমান, লায়লা আঞ্জুমানসহ ৬টি পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
প্রতিবেদক: বিএম ইসমাইল
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur