চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার স্ট্যান্ডার্ড এডুকেয়ার একাডেমিতে পঞ্চম শ্রেণির শিক্ষা সমাপনী পরীক্ষায় ২২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ জন জি.পি.এ ৫ পেয়ে এবারও শতভাগ পাশ করে সাফল্য অর্জন করেছে।
জি.পি. এ ৫ পাওয়া ছাত্র-ছাত্রীদের নাম, সিরাত আলিম আহম্মেদ (তাহসিন), সাকিবুল হাসান, মো. মুজাহিদ হাসান ইফতী, তাহসান নাফসীন জিসান, মো. নাফিজ সালেহীন জিহান, মো. সানজিদ হোসেন সান্ত, মো. আশিকুর রহমান, মো. শামিম রহমান ফাহাদ, বাদল (বাইজিদ), রাকিবুল হাসান সাদিফ, মেশকা মুনশাত তিশি, মীম, শায়লা আজম দিয়া, তানজিলা সাত্তার (তানহা), ছারিকুন নাহার শিমলা, নাদিয়া আক্তার, আরিয়ান রহমান আর্শি, মীম আক্তার।
প্রধান শিক্ষক সায়েদ উল্লাহ মিয়া জানান, একাডেমির পরিচালনা কমিটির সহযোগিতা এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের কারণে বিগত বছরের ন্যায় এবারও এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়া অত্র একাডেমির মেধাবী ছাত্রী তানজিলা সাত্তার (তানহা), মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষায় ৩শ’ ৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ম স্থান অধিকার করেছে।
অত্র একাডেমির ফলাফল ভালো হওয়ায় ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন এবং পরিচালনা কমিটি ও শিক্ষকদের ধন্যবাদ জানান।
প্রতিবেদক-মাহফুজ মল্লিক মতলব দক্ষিণ
।। আপডটে, বাংলাদশে সময় ১০: ৫৬ পিএম, ২ জানুয়ারি ২০১৭ সোমবার
এইউ