Home / উপজেলা সংবাদ / সমাজ গঠনে ওলামাদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মোহাম্মদ মোশাররফ হোসেন
সমাজ

সমাজ গঠনে ওলামাদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মোহাম্মদ মোশাররফ হোসেন

সমাজ গঠনে আলেম-ওলামাদের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারা সমাজ সংস্করন সমাজ থেকে অন্যায় অবিচার দুরিকরনসহ সকল ক্ষেত্রে তাদের অবদান অনস্বিকার্য। আগামীদিনের রাষ্ট্রগঠনে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি বুধবার বারৈয়ারা বিএনপি’র কার্যালয়ে ওলামাদলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন এসব কথা বলেন।

উপজেলা ওলামাদলের সভাপতি অধ্যাপক মাওলানা মো. সাইফুল মিজানের মিজানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা মো. মহিউদ্দিন আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মো. হুমায়ুন কবির প্রধান, উপজেলা ওলামাদলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. মজিবুর রহমান, সহ-সভাপতি মাওলানা মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ইউনুস, ১নং সাচার ইউনিয়ন ওলামাদলের সভাপতি মাওলানা মো. আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মাওলানা মো. ইকবার হোসেন আবু তাহের, ২নং সাচার ইউনিয়ন ওলামাদলের সভাপতি ইমাম হোসেন, ৪নং সাচার ইউনিয়ন ওলামাদলের সভাপতি আলী হোসেন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওলামাদলের সভাপতি, সাধারন সম্পাদক অসংখ্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৫ ডিসেম্বর ২০২৪