চাঁদপুর জেলা সমাজসেবা পরিষদের সভায় জেলা প্রশাসক
চাঁদপুর জেলা সমাজসেবা পরিষদের সভা বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেন, বাংলাদেশের জেলা প্রশাসনের মধ্যে চাঁদপুর জেলা প্রশাসন সর্ব ক্ষেত্রে দেশ উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে। সরকার জানে চাঁদপুর জেলা সব সময় দেশের উন্নয়নে কাজ করে। সমাজে প্রতিটি মানুষের উচিত সমাজ সেবায় দেশকে এগিয়ে নেওয়ার কাজে সাফল্য অর্জন করা। সমাজ সেবায় চাঁদপুর জেলা সর্বক্ষেত্রে কাজ করে আসছে। সমাজ সেবায় অতীত, বর্তমান ও ভবিষ্যতে কাজ করবে। দেশের অসহায়, দুস্থ্য ও প্রতিবন্ধিদের কল্যাণে সমাজ সেবা অধিদপ্তর ব্যাপক ভূমিকা পালন করেছে।
সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোবারক হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন্নাহার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সামছুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, প্রশাসনিক কর্মকর্তাগণ, সমাজ সেবা পরিষদের নেতৃবৃন্দ । সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট
: আপডেট ০৯:৪৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur