Home / উপজেলা সংবাদ / সমলয় চাষাবাদ পদ্ধতিতে ধানের চারা রোপণের উদ্যোগ নিয়েছে সরকার : ডিসি
সমলয়

সমলয় চাষাবাদ পদ্ধতিতে ধানের চারা রোপণের উদ্যোগ নিয়েছে সরকার : ডিসি

কচুয়ায় সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদের উদ্বোধন করা হয়েছে। ৩রা (ডিসেম্বর) শুক্রবার সকালে উপজেলার প্রশন্নকাপ গ্রামের মাঠে রাইস প্লান্টারের মাধ্যমে চারা রোপণ করে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, প্রচলিত রীতিতে বীজতলা তৈরি না করে কৃষি যান্ত্রিকীকরণের যুগোপযোগী পদ্ধতি হচ্ছে সমলয় চাষ।

বিভিন্ন সমস্যা ও সংকট থেকে সুরক্ষা দিতে কচুয়ায় কৃষকদের মধ্যে সমলয় চাষাবাদ পদ্ধতিতে ধানের চারা রোপণের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সমলয় চাষাবাদ কর্মসূচির আওতায় অত্যাধুনিক পযুক্তির মাধ্যমে বোরো ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এবার উপজেলা পর্যায়ে প্রশন্নকাপ গ্রামের ৭২ জন কৃষক ৫০ একর জমিতে সমলয় চাষাবাদ পদ্ধতিতে বোরো ধান চাষ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠান ও কৃষক সমাবেশে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার মো. ওসমান গনির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আবু তাহের, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মেজবাহ উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মেজবাহ উদ্দিন জানান, সমলয় চাষাবাদ মুলত একই মাঠে একই সময়ে একই জাতের ধান চাষ, ধানের বীজ বপন, চাষাবাদ ও ধান কাটার পদ্ধতি। সমলয়ে সকল কৃষক সমান তালে ধান রোপণ থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত যাবতীয় কাজ করে থাকেন। সমলয় পদ্ধতিতে ধানের বীজ প্লাস্টিকের ট্রেতে বপন করা হয়। এ আবাদ পদ্ধতিতে আধুনিক যন্ত্রপাতি ও মাড়াই মেশিন ব্যবহার করা যায়।

এসময় সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, কচুয়া থানার অফিসার ইনচার্জ এম এ হালিম, উপ-সহকারী কৃষি অফিসার শম্ভুনাথ দাস,অমল চন্দ্র সরকার, ফারুকুল ইসলাম,প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ প্রমুখ।
অনুষ্ঠানে কৃষক প্রতিনিধি মাওলানা শাখাওয়াত হোসেন বলেন,অভিজ্ঞতা ও কৃষকদের মনোভাব জানিয়ে বলেন, সমলয় চাষাবাদ পদ্ধতিতে আবাদ করে কৃষকের লোকসান কমে গেছে। ধান রোপণের খরচও কমেছে। রাইস প্লান্টার মেশিন দিয়ে ধান রোপণ করায় শ্রমিক খরচ সাশ্রয় হয়েছে। সকল চাষী একই সঙ্গেএকই পদ্ধতিতে ধানের আবাদ করে থাকি। সমলয় পদ্ধতিতে আবাদ করায় কৃষক উপকৃত হচ্ছে। এতে আমাদের ধানের উৎপাদন বেড়েছে। জমিতে অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার না করেই আমরা চাষাবাদ পদ্ধতি শিখেছি। সরকারের এ উদ্যোগ প্রশংসনীয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩ জানুয়ারি ২০২৪