Home / জাতীয় / আজ ৫০তম জাতীয় সমবায় দিবস
সমবায়

আজ ৫০তম জাতীয় সমবায় দিবস

জাতীয় সমবায় দিবস আজ। রীতি অনুযায়ী প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার জাতীয় সমবায় দিবস পালিত হয়। সে অনুযায়ী এবছর ৬ নভেম্বর (শনিবার) ৫০ তম জাতীয় সমবায় দিবস।

এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’।

জাতীয় সমবায় দিবস সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। এবারও সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হচ্ছে। সমবায় দিবস ২০২১ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমবায় অধিদফতর আয়োজিত জাতীয় সমবায় পুরস্কার প্রদান অনুষ্ঠান হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ তার দেওয়া বাণীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শন সমবায়ের শক্তিকে একটি গণমুখী সমবায় আন্দোলনে পরিণত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপনের উদ্যোগকে রাষ্ট্রপতি স্বাগত জানিয়ে এ বছর জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে উল্লেখ করেন।

বার্তা কক্ষ, ৬ নবেম্বর ২০২১
এজি