সমবায়ের উদ্দেশ্য হলো মানুষের মধ্যে সঞ্চয় প্রবণতা তৈরি করা : ডিসি

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, সমবায় সমিতির উদ্দেশ্য হলো প্রত্যেক মানুষের মধ্য সঞ্চয় প্রবণতা তৈরি করা। সমিতিগুলো কার্যকর করতে হবে এবং মানুষের মধ্যে সঞ্চয় প্রবনতা তৈরি করতে হবে। ব্যক্তিত্ব সম্পন্ন ও আত্ননির্ভরশীল মানুষ তৈরি করা হচ্ছে সমবায় সমিতির মূল উদ্দেশ্য।

শনিবার (২ নভেম্বর) দুপুরের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, একসময় দেখতাম প্রত্যেকেই সমবায় সমিতি করতো নিজেকে স্বাবলম্বী করতে। কিন্তু বর্তমানে তা আর নেই। এর ব্যর্থতা আপনাদের এবং আমাদের। গ্রাম-গঞ্জে মানুষদের সমবায়ী হতে উৎসাহ দিতে হবে। মানুষদের বুঝাতে হবে সমবায় করলে কি লাভ।

তিনি বলেন, সমবায় সমিতির মূল উদ্দেশ্য নিয়ে কাজ করতে পারলে সমিতিগুলো আরো উন্নত হতো। সমিতিগুলোকে কার্যকর করতে হবে।

জেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ মুজিব উর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী ও প্রেসক্লাব সভাপতি সাহাদাত হোসেন শান্ত।

সদর উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন দুলাল চন্দ্র দাস।

এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। পরে জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা ও প্রাতিষ্ঠানিক পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।

প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া, ২ নভেম্বর ২০২৪

Share