বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য লায়ন ইঞ্জি. মমিনুল হক বলেন, সমন্বয়ক আর জামায়াতের জন্য ইউনূস সরকার ব্যর্থ হবে। বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন তথাকথিত সমন্বয়ক ও জামায়াত। যেভাবে দেখলাম সরকারের একজন উপদেষ্টার আগমনে কয়েক শতাধিক ব্যানার ফেস্টুন লাগিয়েছেন এতো টাকা পেলেন কই। বিএনপির বেলায় পোস্টার, ব্যানারে এতো নিষেধাজ্ঞা কেন। বর্তমানে জামায়াতের ভাব দেখে মনেহয় তারাই দেশটা স্বাধীন করেছেন। থানাসহ উপজেলার বিভিন্ন দপ্তরে গিয়ে বসে থাকেন তাদের কাজটা কি। তারা আসলেই একটা সুবিধাবাদী দল।
তিনি আরো বলেন, কোন দখলবাজ, চাঁদাবাজের স্থান বিএনপিতে হবে না। যারা অতীতে আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে চলেছেন তাদেরকে বিএনপির কোন নবায়ন ফরমে সুযোগ দিলে পরবর্তীতে প্রস্তাতে হবে। আমাদের নেতা তারেক রহমান এসব বিষয়ে খেয়াল রাখছেন।
২৫ জানুয়ারি শনিবার বিকালে চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির সদস্য পদ নবায়ন কর্মসৃচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলা বিএনপির নেতা এম.এ রহিম পাটওয়ারীর, আলহাজ্ব ইমাম হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৫ জানুয়ারি ২০২৫