তীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁদপুর জেলা সমন্বয় কমিটি গঠিত হয়েছে। রোববার (২৯ জুন) রাতে দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে মো. মাহবুব আলমকে প্রধান সমন্বয়কারী করা হয়েছে। যুগ্ম-সমন্বয়কারী হিসেবে আছেন খান মো. নিয়াজ মোর্শেদ, ডা. আরিফুল ইসলাম, আমান উল্লাহ, তামিম খান, শরীফুর ইসলাম (দেওয়ান শরীফ), মো. নবীর হোসেন ও মো. ফরহাদ আহমেদ আলী।
সদস্যরা হলেন- খাজা মাঈনুল ইসলাম, মো. মোকলেসুর রহমান মুকুল, মো. তাফাজ্জল হোসেন পলাশ, সৈকত হোসেন আমিন, আহমেদ সজীব, আজিজুল হক রাজু, মো. ইমাদুল ইসলাম ইমাদ, হেলাল উদ্দিন, নাজমুল শুভ, রেদওয়ান হোসেন, মো. সাইফুর রহমান গাজী, মুফতি মাহমুদ হাসান, মো. ইয়াছিন জামিল সীমান্ত, খালিদ মাহমুদ, মো. রাকিবুল হাসান, মো. শাহজাদা জামান ছাকিব ও জান্নাতুল নাইমা।
আহ্বায়ক কমিটি গঠন না করা পর্যন্ত আগামী ৩ মাস এই কমিটি চাঁদপুর জেলার দায়িত্ব পালন করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ৩০ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur