বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৩শে ডিসেম্বরের পরিবর্তে ৩০শে ডিসেম্বর করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।
এদিকে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৯শে নভেম্বরের পরিবর্তে ২৮শে নভেম্বর করা হয়েছে।
এর আগে নির্বাচন নিয়ে চলা মতপার্থক্য আর বিতর্কের মধ্যে ৮ই নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
তবে বিরোধী রাজনৈতিক জোট, অর্থাৎ বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট সংসদ ভেঙে দিয়ে মেয়াদ পূর্তির পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। সেজন্য তারা তফসিল পেছানোরও দাবি করেছিল।
অন্যদিকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট নির্বাচনের তারিখ না পেছানোর পক্ষে অবস্থান নিয়েছিল।
কিন্তু তাদের দাবি না মেনে ৮ই নভেম্বর তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।- বিবিসি বাংলা
বার্তা কক্ষ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur