Home / চাঁদপুর / সভাপতি-সম্পাদকসহ ১১ পদে আ’লীগ : ৩ পদে বিএনপি
সভাপতি-সম্পাদকসহ ১১ পদে আ’লীগ : ৩ পদে বিএনপি
সভাপতি পদে অ্যাড. বিনয় ভূষণ মজুমদার ও সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূইয়া

সভাপতি-সম্পাদকসহ ১১ পদে আ’লীগ : ৩ পদে বিএনপি

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন মঙ্গলবার (২৪ জানুয়ারি) সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ পদে আ’লীগ ও ৩ পদে বিএনপি সমর্থিত আইনজীবীরা বিজয়ী হয়েছেন।

সভাপতি পদে অ্যাড. বিনয় ভূষণ মজুমদার ১৩৩ ভোট ও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাড. মজিবুর রহমান ভূইয়া ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বিদের মধ্যে সভাপতি পদে অ্যাড. সেলিম আকবর পেয়েছেন ১২৬ ভোট ও সাধারণ সম্পদক পদে অ্যাড. মো. জাকির হোসেন ফয়সাল পেয়েছেন ১১৩ ভোট।

এছাড়া অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মো. শহীদুল্লাহ কায়সার ১৩২ ভোট, জুনিয়র সহ-সভাপতি অ্যাড. কাজী মো. বিল্লাল হোসেন ১৩৬ ভোট, যুগ্ম-সম্পাদক পদে অ্যাড. মো. আক্তার হোসেন ১৪২ ভোট, সম্পাদক ফরমস অ্যাড. রেজাউল করিম ১৩২ ভোট, সম্পাদক লাইব্রেরি অ্যাড. মো. গোলাম কাউছার শামিম ১৪৩ ভোট, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার অ্যাড. মো. তৌহিদুল ইসলাম তরুণ (বিএনপি) ১৩২ ভোট, জেনারেল অডিটর অ্যাড. নুরুল আমিন খান ১৪৭ ভোট, রার্নিং অডিটর অ্যাড. মো. জসিম উদ্দিন প্রধান ১৩৩ ভোট, চেয়ারম্যান রেজিস্টারিং অথরিটি অ্যাড. মো. কাইয়ুম মোল্লা (বিএনপি) ১৪৩, সম্পাদক রেজিস্টারিং অথরিটি নিবাস চন্দ্র সরকার ১৩৫ ভোট, সদস্য রেজিস্টারিং অথরিটি আড. অ্যাড. আবুল কালাম আজাদ ১৩৬, অ্যাড. মো. মনির হোসেন ঢালী ১৩৩ ভোট ও অ্যাড. জেসমিন আক্তার (বিএনপি) ১২৬ ভোট।

এর আগে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২শ’ ৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ১৫টি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও সমমনা আইনজীবী ঐক্য প্যানেল নাে দু’টি প্যানেলে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অ্যাড. সহিদুল হক খান, এবং রিটার্নিং অফিসার ছিলেন অ্যাড. জসীম উদ্দিন ভূঁইয়া। সহকারী রিটার্নিং অফিসার হিসেবে ছিলেন অ্যাড. গাজী মো. দুলাল মিয়া ও অ্যাড. মোরশেদুল ইসলাম তালুকদার বাবুল।

Leave a Reply