রাজনীতি

সভাপতি আশরাফ, সম্পাদক জয়!

আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় নেতৃতে পরিবর্তন আসছে এমন আলোচনা জোরালো হয়ে উঠেছে রাজনৈতিক মহলে। কাউন্সিলে নতুন নেতৃত্ব আসবে এমন ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গণভবনে অনুষ্ঠিত বর্তমান কার্যনির্বাহী কমিটির সর্বশেষ সভায় তিনি এমন ঘোষণা দেন।

নতুন নেতৃত্ব কী হতে পারে তা নিয়ে দলটির অভ্যন্তরে নানা গুঞ্জণ শুরু হয়েছে।

শেখ হাসিনা দলীয় সভাপতির পদ থেকে স্বেচ্ছায় সরে গেলে সে পদে আলোচিত হয়ে উঠেছে বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নাম। আর এ ক্ষেত্রে সাধারণ সম্পাদক হিসেবে আলোচিত নাম বঙ্গবন্ধুর দৈহিত্র সজীব ওয়াজেদ জয়।

বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল মঞ্চ পরিদর্শন শেষে সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর পরিবারের তৃতীয় প্রজন্মের সদস্যদের আওয়ামী লীগের নেতৃত্বে আসার এটাই উপযুক্ত সময়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এর আগে বলেছেন, জয় আওয়ামী লীগের রাজনীতিতে সম্পদে পরিণত হবেন।

আরেক প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, এবারের কাউন্সিলের মূল ফোকাস থাকবেন সজীব ওয়াজেদ জয়।আস
(প্রাইমনিউজ)

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১২:৩৫ এম ,এম ২২ অক্টোবর ২০১৬ শনিবার
ইব্রাহীম জুয়েল

Share