চাঁদপুরে শিক্ষার গুণগত মানোন্নন ও শিক্ষার্থীদের অনলাইন কার্যক্রমে উদ্বুদ্ধকরণে শিক্ষকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা আজ ১২ জুন বেলা ১১ টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ।
প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো.বেলাল হোসাইন। সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.গিয়াসউদ্দিন পাটওয়ারী।
সভায় করোনা কালীন সময়ে অনলাইন শিক্ষাক্রম ফলপ্রসূ করতে প্রযোজনীয় বিষয়ে চাঁদপুর জেলা সদরের বিভিন্ন স্কুলের শিক্ষকগণ বক্তব্য প্রদান করেন।
এ মতবিনিময় সভায় চাঁদপুুরের সকল উপজেলা ও জেলার শিক্ষা পরিদর্শকগণ উপস্থিত ছিলেন ।
আবদুল গনি , ১২ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur