বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, শুধু ভোটের সময় নয়, সব সময়ে দেশের মানুষের পাশে ছিল বাংলাদেশ জামায়াত ইসলাম। বাংলাদেশ জামায়াত ইসলাম একটি প্রাচীন দল। বিগত স্বৈরাচারী সরকার জামায়াত ইসলামের নেতাকর্মীসহ আলেম-ওলামাদের কারাগারে স্থায়ী বসবাসের জায়গা করে রেখেছিলেন। আর সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীগন। তাই দেশের মানুষ আজ উচ্ছাসিত কন্ঠে ও তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামকে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বরন করতে প্রস্তুত। তিনি শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুরের কচুয়া উপজেলা শাখার উদ্যোগে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে দীর্ঘ ১৭ বছর পর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আবু তাহের মেসবাহ’র সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মোহাম্মদ আলী ও জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাও. মোহাম্মদ মনির হোসাইন হেলালীর যৌথ পরিচালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও জেলা আমির বিল্লাল হোসেন মিয়াজী, কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জামায়াতের চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, জেলা জামায়াতের ইসলামি কর্ম পরিষদ সদস্য মুহাদ্দিস আবু নছর আশরাফী, জেলা জামায়াতের সাবেক সহ-সেক্রেটারি অধ্যক্ষ আব্দুর রহিম পাটওয়ারী, উপজেলা জামায়াতের নায়েবে আমির সিরাজুল ইসলাম মাষ্টার, উপজেলা জামায়াতের সাবেক আমির হারুনুর রশিদ, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক জাকির হোসেন বিএসসি ও জামায়াত নেতা মোসলে উদ্দিন আলমগীর।
বক্তব্য রাখেন, কচুয়া পৌরসভা জামায়াতের আমির আমিনুল হক মীর আজহারী, কচুয়া উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মো. এমদাদ উল্যাহ, কচুয়া উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাওলানা নুরুল হক প্রধান, শ্রমিক কল্যাণ পৌর সভাপতি মো. মফিজুল ইসলাম, পৌর সেক্রেটারি মনির হোসেন সাইদ ও জামায়াত নেতা আব্দুল কুদ্দুসসহ আরো অনেকে। এদিকে দীর্ঘ ১৭ বছর পর কচুয়ায় জামায়াতের প্রথমবারের মতো সর্ববৃহৎ কর্মী সম্মেলনে বৈরি আবহাওয়া উপেক্ষা করে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে কর্মী সম্মেলনে যোগদান করে। বিপুল সংখ্যাক নেতাকর্মীদের উপস্থিতিতে এ কর্মী সম্মেলনটি জনসভায় রূপ নেয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২১ ডিসেম্বর ২০২৪