Home / শিক্ষাঙ্গন / সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ বন্ধ ঘোষণা
সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ বন্ধ ঘোষণা

সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ বন্ধ ঘোষণা

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে আজ বৃহস্পতিবার এক দিনের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

গতকাল বুধবার রাতে মৌখিক নির্দেশনায় এই বন্ধের ঘোষণা দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. মাহবুবুর রহমান গত রাতে কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সচিব মহোদয় আমাদের এক দিনের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তাই কাল (আজ বৃহস্পতিবার) শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।’

গতকাল সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় ও মাউশি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত ও কয়েকজন শিক্ষার্থীর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেন। সভায় মন্ত্রী শোকার্ত শিক্ষার্থীদের শোক সংবরণ করে শান্ত থাকা ও ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানান। তিনি সব শিক্ষক, অভিভাবক ও অন্যদের শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। এরপর সন্ধ্যায় মাউশি অধিদপ্তর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত রাখা সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, ‘শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত ও কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান, শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে শিক্ষার্থীদের প্রতি সহনশীল থেকে তাদের উজ্জ্বল জীবনের কথা বিবেচনা করে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম যথারীতি স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম ও উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।’ জানা যায়, একজন প্রতিষ্ঠানপ্রধানের হাতে পাঁচ দিনের সংরক্ষিত ছুটি থাকে। সেই ছুটি থেকেই আজকের ছুটি সমন্বয় করা হবে।

সূত্র জানায়, চার দিন ধরে শিক্ষার্থীদের আন্দোলন এবং একে একে স্কুল-কলেজগুলো বন্ধ ঘোষণা করায় গতকাল শিক্ষা মন্ত্রণালয় ও মাউশি অধিদপ্তরের কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করেন। সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক সভা শেষে ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানান এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে অনুরোধ জানান। কিন্তু তা না শুনে শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবারও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এ ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও আজ স্কুল-কলেজগুলো বন্ধ রাখার ব্যাপারে চাপ ছিল। আজ বন্ধ রাখলে এরপর শুক্র ও শনিবার। ফলে তিন দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে আন্দোলন তেমন একটা জমবে না বলে মত ছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

গতকাল সন্ধ্যা পর্যন্ত মাউশি অধিদপ্তর পাঠদান অব্যাহত রেখে শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত রাখার ব্যাপারে মতামত দিয়েছিল। রাত সোয়া ৮টার দিকে শিক্ষাসচিব মো. সোহরাব হোসেনের নির্দেশে এক দিনের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

এ ঘোষণায় অভিভাবক মহলও দ্বিধায় পড়েছে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিলের একজন অভিভাবক শহীদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনটা সম্পূর্ণই যৌক্তিক। কিন্তু আবার সামনে ঈদের বন্ধ, এরপর আবার দ্বিতীয় সাময়িক পরীক্ষা। আবার হঠাৎ করে স্কুল বন্ধ। সব কিছু মিলিয়ে কিছুটা উদ্বিগ্ন। তবে সরকার যদি শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার ঘোষণা দেয়, তাহলে তো শিক্ষার্থীরা রাস্তায় থাকবে না। স্কুল বন্ধেরও প্রয়োজন হবে না। কিন্তু সেটা না, কেন তারা স্কুল বন্ধের ঘোষণা দিল, সেটাই তো বুঝছি না।’

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম গত রাতে কালের কণ্ঠকে বলেন, ‘আমরা আজ (গতকাল বুধবার) দুপুরেই বন্ধের ঘোষণা দিয়েছি। অর্থাৎ বৃহস্পতিবার স্কুল বন্ধ থাকবে। কারণ স্কুল খোলা থাকলে ভিন্ন কোনো পরিস্থিতি তৈরি হলে এর দায়িত্ব কে নেবে। আর অনেক শিক্ষার্থী আছে, যাদের আমরা থামাতেও পারব না। আমরা যেহেতু আগে থেকেই জানিয়ে দিয়েছি, তাই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের পর আর নতুন করে শিক্ষার্থীদের বন্ধের নোটিশ দেওয়া লাগবে না।’

জানা যায়, গতকাল দুপুর থেকেই বিভিন্ন স্কুল-কলেজ কর্তৃপক্ষ বন্ধের নোটিশ দিতে থাকে। এমনকি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও মেসেজ দেওয়া হয়। রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনের পাঠানো মেসেজে বলা হয়, ‘সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ, ২ আগস্ট প্রতিষ্ঠানের সকল শ্রেণির কার্যক্রম বন্ধ থাকবে।’

ঢাকা কমার্স কলেজও আজ বন্ধ থাকবে বলে নোটিশ দেওয়া হয়েছে। তবে এ কলেজে আজ অভিভাবকদের নিয়ে এক আলোচনাসভার আয়োজন করা হয়েছে। কলেজের প্রফেসর কাজী ফারুকী অডিটরিয়ামে সকাল সাড়ে ১১টায় অভিভাবকদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। অধ্যক্ষের পাঠানো মেসেজে বলা হয়, ‘ঢাকা কমার্স কলেজের সম্মানিত অভিভাবকগণকে তাদের ছেলে, মেয়ে ও পোষ্যদের প্রতি সতর্কতামূলক দৃষ্টি রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে। উদ্ভূত যেকোনো পরিস্থিতিতে তারা যেন কলেজ কিংবা দেশের বা রাষ্ট্রের শৃঙ্খলা পরিপন্থী কোনো রকম কার্যক্রমে জড়িয়ে না পড়ে।’

মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটও আজ বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজধানীর আরেকটি স্বনামধন্য স্কুল থেকে পাঠানো এসএমএসে বলা হয়, ‘সম্মানিত অভিভাবক, অনিবার্য কারণবশত ২ আগস্ট স্কুল বন্ধ থাকবে।’ গতকালই ওই স্কুল কর্তৃপক্ষ আরেকটি এসএমএসে বলে, ‘যদি কোনো শিক্ষার্থী রাস্তায় যেকোনো প্রকার সহিংসতায় অংশ নেয়, তাহলে তাকে সরাসরি টিসি দেওয়া হবে।’

Leave a Reply