পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, কেবলমাত্র জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেলেই খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হতে পারবেন না। তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। তাকে সেগুলো থেকেও জামিন নিতে হবে। সব মামলায় জামিন নেওয়া ছাড়া খালেদা জিয়া কখনোই কারাগার থেকে মুক্ত হতে পারবেন না।
আজ শুক্রবার সকালে মাদারীপুরে অসহায় ও দুস্থদের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠান শেষে তিনি একথা জানান।
নৌ পরিবহনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার অপরাধ অনেক। তিনি এতিমদের টাকা আত্মসাৎ করেছেন, অন্যদিকে মানুষ পুড়িয়ে-পিটিয়ে হত্যা করেছেন। এমনকি গাড়িতে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করেছেন।
ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেনসহ আরো অনেকে।
কালের কণ্ঠ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur