‘সব পক্ষের সহযোগিতা ছাড়া নির্বাচন সুষ্ঠু করা কঠিন’

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, নির্বাচন সুষ্ঠু হতে হলে সবার সহযোগিতা ও সমর্থন প্রয়োজন। কোন পক্ষের সমর্থন বা সহযোগিতা না থাকলে নির্বাচন সুষ্ঠ করা কঠিন হবে।
তিনি আজ বিকেলে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দি প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
বৃহস্পতিবার কুমিল্লা সার্কিট হাউজে এ সভা অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কুসিক নির্বাচনের রিটানিং কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ মুশফিকুর রহমান।

সভায় কুসিক নির্বাচনের মেয়র প্রার্থী আওয়ামীলীগনেত্রী বাস প্রতীকের তাহসিন বাহার সূচনা, সাবেক মেয়র বিএনপি নেতা টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু, বিএনপির নেতা ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার, আওয়ামীলীগনেতা হাতি প্রতীকের নুর উর রহমান মাহমুদ তানিম বক্তব্য দেন।

এর আগে সকালে সার্কিট হাউজে রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ইসি আনিছুর রহমান।

এদিকে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে ভোটের দিন যতই এগিয়ে আসছে প্রার্থীদের প্রচারনা ব্যস্ততা ততই বাড়ছে। প্রতীক পাবার পর বৃহষ্পতিবার সপ্তম দিনেও ৪ প্রার্থী প্রচারণা ও উঠান বৈঠক করছেন নগরীর বিভিন্ন এলাকায়।

মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মেয়র প্রার্থী বাস প্রতিকের তাহসীন বাহার সুচনা বুধবার সকালে প্রচারণা চালান নগরীর ২৩ নম্বর ওয়ার্ড উত্তর চাঙ্গিনী এলাকায় ।

সাবেক মেয়র ও বিএনপি নেতা টেবিল ঘড়ি প্রতিকের প্রার্থী মনিরুল হক সাক্কু প্রচারনা শুরু করেন নগরীর ৩ নম্বর ওয়ার্ড শাসনগাছা এলাকায় থেকে।

সাবেক কেন্দ্রিয় সেচ্ছাসেবকদল নেতা মেয়র প্রার্থী ঘোড়া প্রতিকের নিজাম উদ্দিন কায়সার প্রচারণা চালান নগরীর ৬ নম্বর ওয়ার্ডের চকবাজার এলাকায়।

অন্যদিকে মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা মেয়র প্রার্থী হাতি প্রতিকের নুর উর রহমান মাহমুদ তানিম প্রচারণা চালান নগরীর ছাতিপট্রি, রাজগঞ্জ এলাকা থেকে।

প্রচারনার সময়ে প্রার্থীরা নগরীর অতীতের কর্মকান্ডের কথা তুলে ধরেন। পাশাপাশি ভোটারদেরকে নানা প্রতিশ্রুতি দিয়ে তাকে ভোট দেয়ার অনুরোধ জানান।

উল্লেখ্য, আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে এ উপনির্বাচন। নগরীর ২লাখ ৪২ হাজার ভোটার এবারও ইভিএম পদ্ধতিতে ভোট দিবেন।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

Share